ঢাকা: ভালো অবস্থা থেকে হঠাৎই অফ-ফর্মে চলে এলো আর্সেনাল। নিজেদের যেন ফিরেই পাচ্ছে না দলটি।
ইংলিশ জায়ান্টরা নিজেদের সর্বশেষ আট ম্যাচে মাত্র ছয়টি গোল করেছে। গত জানুয়ারিতে লিভারপুলের বিপক্ষে ৩-৩ গোলের ড্রয়ের পর আট ম্যাচের পাঁচটিতে গোলশূন্য ছিলো গানাররা।
এই আট ম্যাচের কোনটিতেই গোল করতে পারেননি দলের তারকা স্ট্রাইকার অলিভার জিরুদ। অন্যদিকে থিও ওয়ালকট ও অ্যালেক্সিস সানচেজ করেছেন দুটি করে গোল।
ওয়েঙ্গার মনে করেন দলের ফুটবলাররা আবারও বিপক্ষ দলের জালের ঠিকানা খুঁজে পাবেন। পাশাপাশি ২০১৪-১৫ মৌসুমে দলটির সর্বোচ্চ গোলদাতা সানচেজকে সতীর্থরা আরও সাহায্য করবেন।
চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরের শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে মাঠে নামে আর্সেনাল। মেসির জোড়া গোলের সুবাদে জয় পায় বার্সা। নিজেদের মাঠে কাতালানদের বিপক্ষে ২-০ গোলে হারে আর্সেনাল।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস