ঢাকা: চলতি মৌসুমে লা লিগায় শিরোপার স্বপ্ন প্রায় শেষই হয়ে গেল রিয়াল মাদ্রিদের। সর্বশেষ ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হারেই ছিটকে পড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।
হারের পর পর্তুগিজ অধিনায়ক জানিয়েছে, তিনি যে মানের খেলা খেলছেন, তার সতীর্থরা তেমন পারফরম্যান্স করছে না। যার ফলে দলকে হারতে হচ্ছে।
৩১ বছর বয়সী এ তারকা বলেন, ‘যদি সবাই আমার মানের ফুটবলার হতো, তবে আমরাই শীর্ষে থাকতাম। ’
সিআর সেভেন খ্যাত রোনালদো আরও বলেন, ‘আমি কাউকে খাটো করে দেখছি না। তবে যখন ফুটবলাররা সেরাটা না খেলে, তখন জয়টা কঠিন হয়ে যায়। আমি আসলে করিম (বেনজেমা), বেল, ও মার্সেলোদের সঙ্গে খেলতে পছন্দ করি। ’
তিনি আরও যোগ করেন, ‘আমি এটা বলতে চাচ্ছি না হেসে, লুকাস ও কোভাচিচরা খারাপ, তারাও খুবই ভালো, তবে প্রতিযোগিতামূলক ম্যাচে জিততে হলে তোমাকে সেরাটা খেলতে হবে। আর এ বছর আমাদের এটাই সমস্যা। ’
অ্যাতলেটিকোর বিপক্ষে হারের ফলে আগের তৃতীয় অবস্থানে থেকে শীর্ষে থাকা বার্সেলোনার নয় পয়েন্ট পিছিয়ে রয়েছে লা গ্যালাকটিকোরা। আর আজকের (রোববার) ম্যাচে সেভিয়ার বিপক্ষে বার্সা জিতলে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে ১২।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস