ঢাকা: ফুটবলের সর্ব ক্ষমতার প্রধান হলেন দু’দিন হলো। এরই মধ্যে কড়া সমালোচনা শুনতে হলো গিয়ান্নি ইনফান্তিনোকে।
ফিফার নবনির্বাচিত প্রেসিডেন্টকে ‘বিশ্বাসঘাতক’ বলতেও ছাড়লেন না কিংবদন্তি মারাদোনা। অন্যদিকে ফিফা প্রেসিডেন্টের আসনে তার বসার নেপথ্যে এক বিশেষ গোষ্ঠীর প্রভাব ছিল বলেও অভিযোগ উঠল।
শনিবার ইনফান্তিনোকে নিয়ে ম্যারাডোনা বলেন, ‘ও বিশ্বাসঘাতক। কারণ উয়েফায় ওর গুরু (মিশেল প্লাতিনি)-এর যখন কোণঠাসা অবস্থা, প্রায় জেলেই ঢুকে গিয়েছে, সেরকম সময় সচিব হিসাবে ইনফান্তিনো যেন কিছুই হয়নি, এরকম মনোভাব নিয়ে কাজ করে গিয়েছে। ফিফা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয় ও। ’
পাশাপাশি দুর্নীতিতে অভিযুক্ত ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধেও ম্যারাডোনা বলেন, ‘ওদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিৎ। ’
ইনফান্তিনো অবশ্য নিজের পথেই হাঁটছেন । বলেন, ‘খুব আবেগপ্রবণ হয়ে পড়ছি। গোটা বিশ্বে ফুটবলের আরও উন্নয়ন ঘটাতে হবে। ’
এদিকে ইনফান্তিনোকে শুভেচ্ছা জানিয়েছেন ব্লাটার। ফিফার সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিশ্চিত যে, আমার উত্তরসূরি হিসাবে সংস্কারের কাজ ও ভালভাবেই এগিয়ে নিয়ে যাবে। আমার অপূর্ণ প্রকল্পগুলো সম্পূর্ণ করার মতো দক্ষতা ওর রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস