ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হাইভোল্টেজ ম্যাচে ম্যানইউ বনাম আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
হাইভোল্টেজ ম্যাচে ম্যানইউ বনাম আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচ মানেই সেরাদের লড়াই। আর রোববার মাঠে গড়াচ্ছে এমনই একটি ম্যাচ।

শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ আরেক জায়ান্ট আর্সেনাল। যদিও চলতি মৌসুমে শিরোপার দৌড়ে ‍গানারদের থেকে বেশ পিছিয়ে রয়েছে ম্যানইউ।

আজ (২৮ ফেব্রুয়ারি) ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের আতিথিয়েতা জানাবে ম্যানইউ। খেলাটি বাংলাদেশ সময় রাত আটটা পাঁচ মিনিটে টিভির পর্দায় সরাসরি দেখা যাবে। এবারের মৌসুমে দু’দলের প্রথম লেগের খেলায় ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-০ গোলে জয় পেয়েছিলো গানাররা।

চলতি মৌসুমে প্রথম দিকে শিরোপা স্বপ্নে বিভোর থাকা আর্সেনাল দারুণ খেলেছিলো। লিগ টেবিলের শীর্ষেও ছিলো বেশ সময়। তবে আবারও নিস্তেজ হয়ে পড়েছে। বর্তমানে ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে দলটি। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা লিচেস্টার থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে। তবে এ ম্যাচ জিতলে আশা জিইয়ে রাখবে অ্যালেক্সিস সানচেজরা।

অন্যদিকে বাজে সময় কাঁটছে রেড ডেভিলসদের। প্রায়ই হারের মুখ দেখা লুইস ফন গালের শিষ্যরা ২৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে।

ম্যানইউ নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়েছে। হেরেছে সমান ম্যাচে। বাকি ম্যাচটি ড্র হয়েছে। অন্যদিকে আর্সেনাল দুই জয়ের বিপরীতে ড্র করেছে সমান ম্যাচে। হেরেছে একটি খেলায়।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে আর্সেনাল। দুই জয়ের বিপরীতে হেরেছে একটিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

এদিকে রাতের অপর ম্যাচগুলোতে ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনের মুখোমুখি হবে লিভারপুল। সেন্ট জেমস পার্কে নিউক্যাসেল ইউনাটেডের বিপক্ষে খেলতে যাবে ম্যানচেস্টার সিটি। আর লিগে দুইয়ে থাকা টটেনহাম খেলবে সোয়ানসি সিটির বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।