ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রতিশোধের ম্যাচে সেভিয়ার মুখোমুখি বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
প্রতিশোধের ম্যাচে সেভিয়ার মুখোমুখি বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: সেই যে সেভিয়ার বিপক্ষে হার, এরপর শুধুই এগিয়ে চলা। আর পেছনে ফিরে তাকাতে হয়নি লুইস এনরিক শিষ্যদের।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। তবে প্রায় চার মাস আগে যে এই সেভিয়াই বার্সা দুর্গে ক্ষত সৃষ্টি করেছিলো। সেটি কি করে ভুলবে মেসিরা?

রোববার রাতে লা লিগার ম্যাচে আবারও লড়তে যাচ্ছে বার্সা ও সেভিয়া। এবার কাতালানদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে আতিথিয়েতা নেবে সেভিয়া। বাংলাদেশ সময় রাত দেড়টায় মুখোমুখি হবে দু’দল।

এর আগে গত অক্টোবরে প্রথম লেগের খেলায় নিজেদের মাঠে ২-১ গোলের জয় তুলে নেয় সেভিয়া।

চলতি মৌসুমে বার্সা লিগের খেলায় মাত্র দুটি ম্যাচেই হেরেছিলো। প্রথমটি সেল্টা ভিগোর বিপক্ষে। দ্বিতীয়টি ছিলো সেভিয়া। তাই এ ম্যাচটি বার্সা কাছে চরম প্রতিশোধ ছাড়া অন্য কিছুই হতে পারে না। অন্যদিকে কোপা দেল রে’র ফাইনালেও খেলবে এই দু’দল। তাই ফাইনালের আগে বার্সা নিজেদের ঝালিয়ে নেওয়ারও সুযোগ পাবে।

এদিকে এ ম্যাচ জিতে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করতে চাইবে স্প্যানিশ জায়ান্ট দলটি। ট্রেবল জয়ী বার্সা ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাতলেটিকো মাদ্রিদ। আর সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪। ২৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে সেভিয়া।

পরিসংখ্যানের দিকে তাকালে সেভিয়ার জন্য আজকের রাতটি বাজে কাটতে পারে। কারণ বার্সার মাঠে শেষ ১২ বারের লড়াইয়ে জয় পায়নি তারা। সর্বশেষ ২০০২ সালে ৩-০ গোলে জয় পেয়েছিলো দলটি।

বার্সা নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটিতে ড্র করেছে। অন্যদিকে সেভিয়া দুই জয়, দুই ড্রয়ের পাশাপাশি একটি ম্যাচে হেরেছে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে তিনবার জয় তুলে নিয়েছে বার্সা। একটি ম্যাচ সেভিয়া জিতেছে। বাকি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।