ঢাকা: অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর ক্রিস্টিয়ানো রোনালদোর দাবি, চলতি মৌসুমে তার সতীর্থরা নিজেদের সেরাটা দিয়ে খেলছেন না। এমন মন্তব্যের পর এবার রোনালদোর সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার নতুন গুজব ছড়াচ্ছে।
একটি স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে গোল ডট জানায়, আসছে সামার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল ছাড়তে প্রস্তুত রোনালদো। যখন কিনা তিনি প্রকাশ্যেই সতীর্থদের সমালোচনা করেছেন।
অবশ্য, পর্তুগিজ তারকা নিজে থেকে এ বিষয়ে কোনো বিবৃতি দেননি। তাছাড়া, সাম্প্রতিক সময়ে রিয়াল ছাড়ার কোনো ইচ্ছাও ব্যক্ত করেননি সিআর সেভেন। তাই সবকিছুই এখন গুজবের ছায়াতলে।
সূত্রমতে, সতীর্থদের কঠোর সমালোচনা করায় রিয়ালের ড্রেসিং রুমের পরিবেশটা এখন ভালো যাচ্ছে না। তাই অদূর ভবিষ্যতে রোনালদো ক্লাব ছাড়লে তার বিকল্পও ঠিক করে রেখেছে গ্যালাকটিকোরা। দলবদলের বাজারে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডফস্কিকে পছন্দের তালিকায় শীর্ষে রাখছে গ্যালাকটিকোরা।
ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নাকি চুক্তি সম্পন্নে মুখিয়ে আছেন। তবে যাকে নিয়ে এতো কথা সেই লেভানডফস্কির কী আদৌ বায়ার্ন ছাড়ার ইচ্ছা আছে? সম্প্রতি বাভারিয়ানদের সঙ্গে চুক্তি নবায়নেরই ইঙ্গিত দেন ২৭ বছর বয়সী এ পোলিশ স্ট্রাইকার।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএম