ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নাপোলির নতুন চুক্তিতে হিগুয়েইনের না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
নাপোলির নতুন চুক্তিতে হিগুয়েইনের না ছবি : সংগৃহীত

ঢাকা: ক’দিন আগেই গঞ্জালো হিগুয়েইনকে ওজন কমানোর পরামর্শ দিয়েছিলেন নাপোলি প্রেসিডেন্ট অরেলিও ডি লরেন্তিস। তবে ব্যাপারটি মোটেও হালকাভাবে নেননি আর্জেন্টাইন তারকা।

তাই ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের যেকোনো প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার।

একটি সূত্রের বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। বর্তমানে ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলস্কোরার হিগুয়েইন। বলা যায়, ক্যারিয়ারের সেরা ফর্মেই রয়েছেন। ২৮ ম্যাচ শেষে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২৫ বার।

সূত্রমতে, চার ম্যাচ ধরে গোল খরায় ভোগায় হিগুয়েইনের ফিটনেস নিয়েই প্রশ্ন তুলেছিলেন ক্লাব প্রেসিডেন্ট। বলেছিলেন, পকেটে ইট নিয়ে নাকি চারপাশে দৌড়ান হিগুয়েইন। অর্থাৎ, এর মাধ্যমে তিনি দলের অন্যতম সেরা স্ট্রাইকারের ওজন কমানোর আহবান জানান।

(১ মার্চ) ফিওরেন্তিনার মাঠে গোল করে লরেন্তিসকে দাঁতভাঙা জবাবই দেন হিগুয়েইন। যদিও হিগুয়েইনের গোলে ফেরার ম্যাচে ১-১ ব্যবধানের ড্র নিয়ে দুই পয়েন্ট হাতছাড়া করে ‍নাপোলি।

সে যাই হোক, ক্লাব প্রেসিডেন্টের মন্তব্যে নাখোসই হয়েছেন হিগুয়েইন। জানা যায়, সামার ট্রান্সফার উইন্ডোতেই সাও পাওলো অধ্যায়ের ইতি টানতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। ইতোমধ্যেই আর্সেনাল, চেলসি ও পিএসজির মতো ইউরোপিয়ান জায়ান্টরা হিগুয়েইনের প্রতি আগ্রহ দেখিয়েছে।

তবে কী ২০১৫-১৬ মৌসুম শেষেই অন্য ঠিকানায় উড়াল দেবেন হিগুয়েইন? গ্রীষ্মকালীন দলবদলের বাজারেই হয়তো সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে!

রিয়ালে ছয় মৌসুম কাটিয়ে ২০১৩ সালে নাপোলিতে পাড়ি জমান হিগুয়েইন। এখন পর্যন্ত সব মিলিয়ে ১৪০ ম্যাচে গোল করেছেন ৮০টি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।