ঢাকা: লুইস এনরিকের অধীনে গতবার ট্রেবল জেতার পর চলতি মৌসুমে যেন আরো দুর্দান্ত মেসি-নেইমার-সুয়ারেজ। বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা তো বলেই দিয়েছেন, ‘এমএসএন’ ত্রয়ীই তার ক্যারিয়ারে দেখা সেরা।
সাফল্য পুনরাবৃত্তির দৌড়ে বেশ ভালো অবস্থানেই রয়েছে বার্সা। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত কাতালানরা। লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ তিনজন মিলে চলতি মৌসুমে এরই মধ্যেই ৯৪টি গোল করে ফেলেছেন। বোঝাই যাচ্ছে, প্রতিপক্ষের রক্ষণভাগের সামনে কতটা ভয়ংকর ‘এমএসএন’ জুটি।
বার্সায় দলের তারকা ফরোয়ার্ডদের ভূমিকায় অভিভূত ইনিয়েস্তা। ন্যু ক্যাম্পে মেসি, থিয়েরি অরি ও স্যামুয়েল ইতোর পার্টনারশিপের চেয়ে বর্তমান আক্রমণভাগকেই এগিয়ে রাখছেন বিশ্বকাপ জয়ী এ মিডফিল্ডার।
এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘অরি ও ইতোর মর্যাদা হানি করছি না। আমার কাছে মেসি, নেইমার ও সুয়ারেজ আক্রমণভাগের সেরা তিন খেলোয়াড়। ক্যারিয়ারে যা আমি কখনোই দেখিনি। লিও তর্কাতীতভাবেই নাম্বার ওয়ান। কেউই তার মতো হতে পারবে না। ’
এদিকে, অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে আট পয়েন্টে এগিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সা, সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থান। সব মিলিয়ে টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতার হাতছানি। যদিও ইউরোপ শ্রেষ্ঠত্ব এখনো অনেক দূরের পথ। তবে দুর্দান্ত ফর্মই বার্সার সম্ভাবনাটা এগিয়ে রাখছে।
কিন্তু, এখনই শিরোপা জেতার নিশ্চয়তা দিচ্ছেন না ইনিয়েস্তা, ‘আমাদের সামনে এখনো অনেক কঠিন পথ পড়ে আছে। আমরা এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচ এমনভাবে খেলবে যেমনটি সবশেষ ম্যাচে খেলেছিলাম। ’
বার্সার মাঝমাঠের কারিগর যোগ করেন, ‘জানি না কেন, কিন্তু এই মৌসুমটি খুবই উপভোগ করছি। আশা করছি, আমরা কিছু শিরোপা জিততে পারবো। ক্লান্তি কোনো বিষয়ই না। আসল ব্যাপারটি হচ্ছে, সবকিছুই এখন খুব কাছাকাছি পর্যায়ে এবং লক্ষ্য অর্জন করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আরএম