ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অষ্টম রাউন্ড শেষে রেটিং দাবায় শীর্ষে রাকিব

স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
অষ্টম রাউন্ড শেষে রেটিং দাবায় শীর্ষে রাকিব

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং শেখ কামাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে শেখ কামাল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৭.৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান দ্বিতীয় স্থানে রয়েছেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও জনতা ব্যাংকের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

ছয় পয়েন্ট করে নিয়ে এদের পরেই রয়েছেনঃ  বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, মোঃ শরীফ হোসেন ও এস,এম, স্মরন, চেস কিউয়ের অভিক সরকার, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এবং একসেস চেস ক্লাবের মোহাম্মদ শামীম।

মঙ্গলবার (০১ মার্চ) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় রাকিব নাসিরকে, জিয়া খন্দকার আমিনকে, মিনহাজ ভারতের আশুকোশকে, ইমন দেলোয়ার হোসেনকে, স্মরন সোহেল চৌধুরীকে, শামীম শওকত হোসেন পল্লবকে, ফাহাদ উতেনকে এবং শরীফ মোঃ আমিনুল ইসলামকে পরাজিত করেন। ইকরামুল হক সিয়াম মোহাম্মদ সিরাজুল কবীরের সাথে ড্র করেন। অভিক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের বিরুদ্ধে ওয়াক ওভার পান।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০১ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।