ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারশনের ব্যবস্থাপনায় বুধবার (২ মার্চ) থেকে মাঠে গড়াচ্ছে ‘কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৫’ এর চূড়ান্ত পর্বের খেলা।
টুর্নামেন্টের চূড়ান্ত পর্বকে সামনে রেখে মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার থেকে রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দেশব্যাপী আঞ্চলিক ভেন্যু সমূহ থেকে বিজয়ী ৮টি মহিলা ফুটবল দল ( ময়মনসিংহ, বিজেএমসি, রংপুর, রাজবাড়ী, আনসার ভিডিপি, টাঙ্গাইল, সাতক্ষীরা ও খুলনা) অংশগ্রহণ করবে।
প্রাইজমানি হিসেবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার ও রানারআপ দলকে ২৫ হাজার টাকা দেয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফে মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, কেএফসি ট্রান্সম ফুডস লিমিটেড এর এরিয়া কোচ জাহিদুল আলম ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১ মার্চ, ২০১৬
এইচএল/আরএম