ঢাকা: অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ। লা লিগায় লেভান্তের বিপক্ষে ৩-১ গোলে জিতে দুই ম্যাচের পর জয় খরা কাটালো জিনেদিন জিদানের শিষ্যরা।
বুধবার রাতে লেভান্তের ঘরের মাঠ স্তাদিও সিউদাদ দি ভ্যালেন্সিয়ায় আতিথিয়েতা নিতে যায় রিয়াল। আর লিগে বাজে সময় কাটানো দলটি নিজেদের ফিরে পেতে দারুণ লড়াই করে যায়। পরে ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে স্বস্তি সূচক গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো।
খেলার ৩৮ মিনিটে আবারও দলীয় আক্রমণে যায় গ্যালাকটিকোরা। আর বল বাঁচাতে গিয়ে নিজেদের জালেই গোল করে বসেন মারিনো। ২-০তে এগিয়ে যায় সার্জিও রামোসরা। কিন্তু এক মিনিট পরে স্বাগতিক ফুটবলার দেভারসন গোল করলে ব্যবধান কমায় লেভান্তে দলটি।
বিরতির পর অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় রিয়াল। কিন্তু দলের তৃতীয় গোলটি করতে রিয়ালকে ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। স্প্যানিশ মিডফিল্ডার ইসকো শেষের গোলটি করে ব্ল্যাঙ্কসদের ৩-১ গোলে জয় পাইয়ে দেন।
এদিকে এ ম্যাচ জয়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে নয় পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। খেলেছেও এক ম্যাচ বেশি। বর্তমানে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে দলটি। এর আগে লিগে মালাগার বিপক্ষে ড্র করার পর ডার্বি ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারে জিদান শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৬
এমএমএস