ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম হারের স্বাদ পেল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
প্রথম হারের স্বাদ পেল বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেল বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় মেইঞ্জের বিপক্ষে ২-১ গোলে হেরে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।



বুধবার জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন আতিথিয়েতা জানায় মেইঞ্জকে। তবে খেলার শুরু থেকে দারুণ আধিপত্য দেখিয়ে জয় ছিনিয়ে নেয় সফরকারীরা। ম্যাচের ২৬ মিনিটে জারিও সাম্পেরিও জয়ী দলের হয়ে গোলের সূচনা করেন।

তবে খেলার দ্বিতীয়র্ধের ৬৪ মিনিটে স্বাগতিক স্ট্রাইকার আরিয়েন রোবেন গোল করে সমতায় ফেরায় বাভারিয়ানদের। কিন্তু ম্যাচের ৮৬ মিনিটে মেইঞ্জ ফুটবলার জন করদোবা গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এ হারের পরও ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন। এটি চলতি মৌসুমে তাদের দ্বিতীয় হার। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে মেইঞ্জ।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।