ঢাকা: চলতি লা লিগার আসর থেকে মোটামুটি ছিটকে পড়েছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। চলমান আসরের ২৮তম ম্যাচে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদো বাহিনী।
শনিবার (০৫ মার্চ) রাত নয়টায় মাঠে নামবে দুই দল। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে সেল্টা।
এখন পর্যন্ত লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজদের বিশ্বসেরা ক্লাবটি ২৭ ম্যাচ খেলে অর্জন করেছে সর্বোচ্চ ৬৯ পয়েন্ট। টেবিলের দুইয়ে রয়েছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। তাদের পয়েন্ট ৬১। আর তিন নম্বরে রয়েছে জিদানের রিয়াল। লা গ্যালাকটিকোদের পয়েন্ট ৫৭। ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সেল্টা।
সেল্টার বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে পরিসংখ্যানে এগিয়ে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে সবশেষ ২০০৬ সালে ২-১ গোলে জিতেছিল সেল্টা।
গোলের মাঝেই রয়েছেন রিয়ালের প্রাণভোমরা রোনালদো। সেল্টার বিপক্ষে সবশেষ খেলা পাঁচ ম্যাচেই গোল করেছেন পর্তুগিজ এই তারকা, যেখানে একটি হ্যাটট্রিকও ছিল। এ মৌসুমেও গোল করেই চলেছে রিয়াল তারকারা। সেট পিস থেকে অন্য দলগুলোর থেকে বেশি গোল তাদেরই (১৭)। দলের অনুশীলনে ফিরেছেন দীর্ঘদিন ইনজুরিতে থাকা গ্যারেথ বেল। ফরাসি তারকা করিম বেনজেমা ইনজুরিতে থাকলেও চোটমুক্ত হয়ে অনুশীলন করেন ব্রাজিল তারকা মার্সেলো। পেপে না থাকলেও ম্যাচে দেখা যেতে পারে সার্জিও রামোস আর ইসকোকে।
সবধরনের প্রতিযোগিতায় রিয়াল সবশেষ ৫ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে, একটি করে ম্যাচে ড্র ও হার মেনে নেয় জিদান শিষ্যরা। অপরদিকে, সেল্টা তাদের সবশেষ ৫ ম্যাচের দুটিতে জয়, দুটিতে ড্র আর একটি ম্যাচে পরাজয় বরণ করে। নিজেদের মুখোমুখি দেখায় সবশেষ ৫ ম্যাচের চারটিতেই জয় রিয়ালের, বাকি ম্যাচটি জিতেছে সেল্টা। ২০১৪ সালের ১১ মে নিজেদের মাটিতে চার্লসের জোড়া গোলের বিনিময়ে রিয়ালকে হারায় সেল্টা।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৬
এমআর