ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাঙামাটিতে জুডো প্রশিক্ষণ সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
রাঙামাটিতে জুডো প্রশিক্ষণ সমাপ্ত

রাঙামাটি: তৃনমূল হতে প্রতিভাবান জুডো খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী জুডো প্রশিক্ষণ কর্মসূচি সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শেষ হয়েছে।

রাঙ্গামাটি স্টেডিয়ামের কনফারেন্স রুমে কর্মসূচির সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।

বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার জুডো কারাতে, শরীর গঠন উপ-পরিষদের আয়োজনে সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।  

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জুডো কারাতে, শরীর গঠন উপ-পরিষদের আহবায়ক ফজলুল করিম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, সহ সভাপতি প্রীতম রায়, সহ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, রাঙ্গামাটি আম্পায়ার্স এন্ড স্কোরার সাধারণ সম্পাদক মোঃ হান্নান, ক্রিকেট উপ-পরিষদের সদস্য বেনু দত্ত, ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সদস্য দীপংকর খীসা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, সুন্দর মানসিকতা তৈরি ও যাবতীয় অবক্ষয় রোধে ক্রীড়ার কোনো বিকল্প নেই। ক্রীড়াঙ্গনে আজকে যারা সফল হয়েছেন, তারা অনেক পরিশ্রম করে সফল হয়েছেন। উচ্চ শিখরে পৌঁছার স্বপ্ন নিয়ে এগুতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে রাঙ্গামাটির সুনাম রয়েছে। সে সুনাম ধরে রাখতে হবে।  

১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। সমাপনী দিনে সকল প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন জুডো ফেডারেশনের প্রশিক্ষক মিল্টন মজুমদার, সহকারী কোচ সুমন্ত চাকমা। সমন্বয়কারী ছিলেন স্থানীয় জুডো প্রশিক্ষক যশস্বী চাকমা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।