ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবরাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবরাজ

ডাম্বুলা: শ্রীলঙ্কা সফরে যুবরাজ সিংয়ের ওপর থেকে শনির দশা কাটছেই না। প্রথম টেস্টের পর ফুতে আক্রান্ত হয়েছিলেন।

এবার ডাম্বুলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

ত্রি-দেশীয় সিরিজের আগের দিন রোববার সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সাংবাদিকদের জানান ডেঙ্গু জ্বরের কারণে সোমবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না যুবরাজের।

সম্প্রতি সময়টা বেশ খারাপ যাচ্ছে যুবরাজের। ব্যাটে রান নেই। ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। গলে টেস্টের পর মাঠের বাইরে বসে সময় কাটাতে হয়েছে তাকে। ত্রি-দেশীয় সিরিজের জন্য একদিনের স্কোয়াডে রাখা হলেও খেলতে পারছেন না।
সাংবাদিকদের ধোনি বলেন,“যুবরাজ ডেঙ্গু আক্রান্ত হলেও ভয়ের কিছু নেই। শিগগিরই সুস্থ হয়ে উঠবেন তিনি। ”

ধোনির জন্য সত্যিই দুঃসময় যাচ্ছে। শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ এবং সুরেশ রায়নার কল্যাণে ভারত টেস্ট সিরিজ ১-১ এ ড্র করতে পারলেও ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ২০০ রানের বিশাল ব্যবধানে। ভারতের ইনিংস গুটিয়ে গেছে ৮৮ রানে।

সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেও পেস বোলিং নিয়ে খুবই সমস্যায় আছেন অধিনায়ক। ইশান্ত শর্মাকে খেলানোর ব্যাপারে নিশ্চিত করতে পারেননি অধিনায়ক। আশিষ নেহরার বিষয়েও সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘন্টা, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।