ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশকে আরও সুযোগ দেওয়া উচিৎ: কোহলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
বাংলাদেশকে আরও সুযোগ দেওয়া উচিৎ: কোহলি মুশফিক ও কোহলি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রথমবারের মতো ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই টেস্টের আগে টাইগারদের হালকাভাবে নিচ্ছেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আবার সফরকারীদের হুমকিতেও ভীত নন তারকা এ ক্রিকেটার।

এক সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘এটা ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশ খুবই ভালো দল।

তাদের বেশ ভালো কয়েকজন ব্যাটসম্যান আছে। নিউজিল্যান্ড সফরে দলটি ভালো খেলেছে। তবে তারা প্রর্যাপ্ত ক্রিকেট খেলতে পারছে না। টেস্ট ক্রিকেটের মাইন্ডসেট ঠিক করতে তাদের আরও ম্যাচ খেলা উচিৎ। ’

এদিকে ভারতীয় বোলিংয়ে স্পিন শক্তিতে ভরপুর। তবে স্পিনে বাংলাদেশও শাক্তিশালী। সেই সঙ্গে উপমহাদেশের কন্ডিশনেও দারুণ টাইগাররা। তবে কোহলি বিশ্বাস করে, অন্য যে কোনো প্রতিপক্ষের মতোই বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত।

কাল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০ টায় ঐতিহাসিক টেস্ট খেলতে নামবে ভারত ও বাংলাদেশ। নিজেদের ১৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথমমবারের মতো ভারতের মাটিতে সাদা পোশাকের ক্রিকেট খেলতে নামছে টাইগাররা।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।