ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

জয় দিয়ে শুরু ম্যানইউয়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০
জয় দিয়ে শুরু ম্যানইউয়ের

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার জয় দিয়ে যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসেলকে।



ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধেই সফরকারী নিউক্যাসেলকে চেপে ধরে ম্যানইউ। প্রতিপক্ষের রক্ষণভাগেও হানা দেয় স্বাগতিকরা। কিন্তু ৩২ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি স্যার অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা।

অবশেষে সেই কাক্সিত গোলে আসে ৩৩ মিনিটে স্ট্রাইকার দিমিতার বার্বাতোভের শট থেকে। গোলের উৎস ছিলেন পল স্কোলেস। গোল পেয়ে আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠে রেডডেভিলসরা। ৪১ মিনিটে ওয়েনে রুনির বাড়িয়ে দেওয়া বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ড্যারেন ফেচার।

২-০ তেই এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানউই। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে নিউক্যাসেল। বেশ কয়েকবার হানাও দেয় প্রতিপক্ষের রক্ষণভাগে। কিন্তু রেডডেভিলসদের চোখ ফাঁকি দিয়ে গোল আদায় করতে পারেনি তারা। উল্টো ৮৫ মিনিটে তাদের কফিনে শেষ পেরেক ঠোকেন রায়ান গিগস। এই গোলেরও উৎস ছিলেন পল স্কোলেস।

এক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ তিন পয়েন্ট। এছাড়া সমান ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, ব্ল্যাকবার্ন, অ্যাস্টন ভিলা, উলভারহ্যাম্পটন ও ব্ল্যাকপুলের পয়েন্টও তিন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘন্টা, আগস্ট ১৭, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।