ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
হার দিয়ে শুরু বাংলাদেশের হার দিয়ে শুরু বাংলাদেশের

হার দিয়ে শুরু হলো ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড। বাংলাদেশ হকি দল শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে ৩-০ গোলের ব্যবধানে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের টার্ফে ম্যাচের পঞ্চম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি অলিভার কার্টজের শিষ্যরা।

বাংলাদেশের জালে প্রথমবার বলি জড়িয়ে দেন মালয়েশিয়ার মারহান জলিল। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রহিম রাজি গোল করলে মালয়েশিয়া এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে। আর তৃতীয় গোলটি করেন আইমান রোশেমি। ম্যাচের ৫৪ মিনিটের ফিল্ড গোলে ৩-০ তে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

মালয়েশিয়া ও বাংলাদেশের শক্তি-সামর্থ্যে অনেক ব্যবধান। র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে মালয়েশিয়া। পূর্ণ শক্তির দলটির বিপক্ষে বাংলাদেশ রক্ষণভাগে শক্তি বাড়িয়েই খেলেছে। সে হিসেবে ৩-০ গোলের পরাজয় মানানসই। হারের ব্যবধানটা আরো বড় হয়নি এটাই স্বস্তি স্বাগতিকদের।

প্রতি আক্রমণ থেকে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দুটি পেনাল্টি কর্নার থেকেও জিমি-চয়নরা কোনো গোল আদায় করে নিতে পারেনি।

পুল ‘এ’-তে দ্বিতীয় ম্যাচে রোববার ফিজির মুখোমুখি হবে বাংলাদেশ। ৭ মার্চ ওমানের সঙ্গে লড়বে খোরশেদ-জিমি-চয়নরা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০৪ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।