ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

আইসিসিতে লাহোর হামলার প্রতিবেদন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০
আইসিসিতে লাহোর হামলার প্রতিবেদন

করাচি: শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র কাছে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার একজন মুখপাত্র মঙ্গলবার সংবাদ সংস্থা এএফপিকে বলেন,“গত ৩ আগস্ট লাহোর ঘটনার তদন্ত প্রতিবেদন পিসিবির কাছ থেকে গ্রহণ করেছে আইসিসি।



প্রতিবেদনে তদন্তের ফলাফল নিয়ে কিছু জানাতে চাননি ওই মুখপাত্র। তিনি বলেন,“এটা খুবই গোপনীয় দলিল। ”

পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট আশ্বস্ত করেছিলেন তিনি পাঞ্জাব সরকারের অনুমোদন পেলেই আইসিসির কাছে প্রতিবেদন হস্তান্তর করবেন। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ওই সময় পিসিবি প্রধান বলেছিলেন,“পাঞ্জাব সরকার প্রতিবেদনের গোপনীয়তা রক্ষার বিষয়ে পরামর্শ দিয়ে পিসিবিকে চিঠি দিয়েছিলেন। ”

২০০৯ সালের ৩ মার্চ ওই হামলার ওপর ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনটি তৈরি করেছেন লাহোর হাইকোর্টের বিচারক শাব্বার রাজা রিজভি। লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামের অদূরে লিবার্টি চত্বরে বন্দুকধারীদের ওই হামলায় মারা যান আটজন। যদিও লঙ্কান ক্রিকেটারদের বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

এ ঘটনার পর পাকিস্তান থেকে ২০১১ সালের বিশ্বকাপের নির্ধারিত খেলাগুলোও প্রত্যাহার করে নেয় আইসিসি।

বাংলাদশ সময়:২২১৩ ঘন্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।