ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেমির স্বপ্ন শেষ জিমিদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
সেমির স্বপ্ন শেষ জিমিদের সেমির স্বপ্ন শেষ জিমিদের

গ্রুপ ম্যাচে মাত্র একটি জয় ছাড়া বাকী তিনটি ম্যাচই হেরেছে জিমি-চয়নরা। মিসরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ৫-১ গোলে হেরে বিশ্ব হকি লিগের সেমি ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে স্বাগতিকদের।

বৃহস্পতিবার (০৯ মার্চ) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে র‌্যাংকিংয়ে ২০ নম্বরে থাকা মিসরের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

প্রথম থেকেই স্বাগতিকদের খেলায় কোনো ছন্দ দেখা যায়নি।

সুসংগঠিত কোনো আক্রমণ করতেও দেখা যায়নি। ভুল পাস, ঠিকমতো বল গ্রিপ করতে না পারার সাথে যুক্ত ছিল খেলোয়াড়দের মধ্যে সমন্বয়হীনতা।

ম্যাচের প্রথমার্ধের চার মিনিটের মাথায় প্রথম পেনাল্টি কর্নার (পিসি) পায় মিসর। বাবু রেজাউলের জোরালো শট আটকাতে ব্যর্থ হয় বাংলাদেশের জাহিদ। ১-০ গোলে এগিয়ে যায় মিসর।

দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় মিসরের আরও একটি আক্রমণে কেঁপে ওঠে বাংলাদেশ। রক্ষণভাগের ফাঁক গলে সহজে গোলের সুযোগ করে নেয় মিসর। ২-০ গোলে এগিয়ে যায় মিসর। এর পরের মিনিটেই বাংলাদেশের লং পাসে বল পান মিলন। মিসরের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোলবারের সামনে এসে যান তিনি। এরপর গোলবারের সামনে ওত পেতে থাকা কৌশিকের কাছে সহজ পাস দেন। কৌশিকও সুযোগ নষ্ট করেননি। ২-১ এ ব্যবধান কমায় লাল-সবুজরা।

এর তিন মিনিট পরেই আরেকটি সম্ভাবনা তৈরি করেন মিলন। বক্সের ভেতর থেকে তার জোরালো শট আটকে দেয় মিসরের গোলকিপার ওয়ায়েল।

দ্বিতীয়ার্ধের আর মাত্র ৪০ সেকেন্ড বাকী ছিল। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে সহজ গোল করে মিসরের সাঈদ আমর। ৩-১ গোলে দ্বিতয়ার্ধ শেষ করে তারা।

তৃতীয়ার্ধের শুরুর প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার পায় মিসর। এ যাত্রায় গোল করতে ব্যর্থ হয় তারা। এর এক মিনিট পরেই পিসি পায় বাংলাদেশ। পরপর দুটি পেনাল্টি মিস করে জিমিরা। ম্যাচের ৩৬ মিনিটে রোমানের একটি দুর্দান্ত শট রুখে দেয় মিসর। ৪২ মিনিটে মিসরের গোলবারের সামনে থেকে রোমানের দুর্বল শট আবারও রুখে দেয় মিসর।

৪৯ মিনিটে আরেকবার ব্যবধান বাড়ায় মিসর (৪-১)। এরপর নিজেদের চার নম্বর পিসি নষ্ট করে বাংলাদেশ। এরপরে আর গোল করতে পারেনি বাংলাদেশ। উল্টো আরেকটি গোল হজম করে জিমিরা। ৫৪ মিনিটে হাসান গোল করে মিসরকে আরও একটু এগিয়ে নেন (৫-১)।

অবশ্য এখনও চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম নির্ধারণী ম্যাচ বাকী আছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আছে শনিবার। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে ঘানার বিপক্ষে খেলবে জিমিরা।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ০৯ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।