ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভারতের টুর্নামেন্টে দেশের চার গ্র্যান্ড মাস্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
ভারতের টুর্নামেন্টে দেশের চার গ্র্যান্ড মাস্টার ভারতের টুর্নামেন্টে দেশের চার গ্র্যান্ড মাস্টার

ভারতের নয়াদিল্লিতে আগামীকাল (সোমবার) হতে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর খেলা শুরু হবে। ক্যাটাগরি ইভেন্টের খেলা সকালে এবং বিকাল সাড়ে তিনটা হতে ওপেন বিভাগের খেলা শুরু হবে।

ওপেন বিভাগে দেশের চার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব ও নিয়াজ মোরশেদ, দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ও রানী হামিদ, ফিদে মাস্টার তৈয়বুর রহমান, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ও হানিফ মোল্লা ওপেন বিভাগে অংশ নিচ্ছেন।

বয়স ভিত্তিক ক্যাটাগরিতে অনূর্ধ্ব-২০ ওপেন বিভাগে আকিব জাওয়াদ, অনূর্ধ্ব-২০ বালিকা বিভাগে উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, অনূর্ধ্ব-১৮ ওপেন বিভাগে অনতা চৌধুরী, অনূর্ধ্ব-১৬ ওপেন বিভাগে নাইম হক, অনূর্ধ্ব-১৬ বালিকা বিভাগে কাজী জেরিন তাসনিম অংশ নেবেন।

এছাড়া, অনূর্ধ্ব-১৪ ওপেন বিভাগে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগে নোশিন আঞ্জুম, অনূর্ধ্ব-১২ ওপেন বিভাগে তাহসিন তাজওয়ার জিয়া, অনূর্ধ্ব-১২ বালিকা বিভাগে জান্নাতুল ফেরদৌস, অনূর্ধ্ব-১০ ওপেন বিভাগে সাজিদুল হক ও সৈয়দ রিদওয়ান ও অনূর্ধ্ব-৮ ওপেন বিভাগে মনোন রেজা নীড় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০২ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।