ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আসামের বিপক্ষে লড়বে স্বাগতিক বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
আসামের বিপক্ষে লড়বে স্বাগতিক বাংলাদেশ আসামের বিপক্ষে লড়বে স্বাগতিক বাংলাদেশ

আগামী ৩ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে ভারতের আসাম রাজ্যের হ্যান্ডবল দল। ৩ থেকে ৮ অক্টোবরের মধ্যে সফরকারীরা বাংলাদেশ হ্যান্ডবল দলের বিপক্ষে ৪টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে।

সবগুলো ম্যাচ হবে ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে।

আসাম হ্যান্ডবল দলের বিপক্ষে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

এ বিষয়ে তিনি বলেন, ‘৩ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে আসামের হ্যান্ডবল দল। ৩-৮ অক্টোবর তারা বাংলাদেশে অবস্থান করবে। এই সময়ের মধ্যে বাংলাদেশের বিপক্ষে তারা চারটি ম্যাচ খেলবে। এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ। ’

ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আসাম দলকে স্বাগত জানাই। তাদেরকে আমরা সর্বোচ্চ আতিথেয়তা দেওয়ার চেষ্টা করব। আন্তর্জাতিক ম্যাচ খেলতে তারা বাংলাদেশে আসবে বিষয়টা অবশ্যই আমাদের জন্য দারুণ কিছু। কারণ, তাদের বিপক্ষে খেলে বাংলাদেশ দল তাদের প্রস্তুতি যাচাই করতে পারবে। নিঃসন্দেহে কিছু শিখতে পারবে। ঘরের মাঠে এমন আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ হ্যান্ডবল দলের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ালটন গ্রুপ। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।