ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

মেসির হ্যাটট্রিকে সুপার কাপ বার্সার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
মেসির হ্যাটট্রিকে সুপার কাপ বার্সার

মাদ্রিদ: বার্সেলোনার মেসি অনন্য। নিজে খেলেন এবং অন্যকে বলের যোগান দেন।

সঙ্গে গোল করেন। আর্জেন্টাইন এই ফুটবল শিল্পীর তিন গোলেই (হ্যাটট্রিক) সুপার কাপ জিতেছে বার্সা। কাতালনারা ফিরতি ম্যাচে শনিবার ৪-০ গোলে হারিয়েছে সেভিয়াকে।  

প্রথম লেগে অবশ্য বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে ছিলো সেভিয়া। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয়ে মৌসুমের প্রথম শিরোপার স্বাদ নিলেন মেসিরা।

ন্যু ক্যাম্পে শুরুটা ভালো হয়নি সফরকারী সেভিয়ার। প্রথম থেকেই খেলায় আধিপত্য বিস্তার করে বার্সা। ১৩ মিনিটে বার্সার পেদ্রোর ক্রস সেভ করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান রাইটব্যাক আব্দুলেই কনকো।

২৪ মিনিটে জাভির বানিয়ে দেওয়া বল প্রতিপক্ষের জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সফরকারীরাও গোল শোধে মরিয়া হয়ে উঠে। চলে আক্রমণ আর পাল্টা-আক্রমণ। ৪৩ মিনিটে মেসির দ্বিতীয় গোল হতাশায় ডোবায় সেভিয়াকে। ৩-০ গোলে এগিয়ে থেকে রিরতিতে যায় পেপ গার্দিওলার দল।

চাপ মুক্ত হতে পারেনি সফরকারীরা। উল্টো খেলার অন্তিম মুহূর্তে তাদের কফিনে শেষ পেরেক ঠুকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

জয়ের কারিগর মেসি ¯প্যানিশ টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বলেন,“মৌসুমের প্রথম শিরোপা জিতলাম আমরা। যদিও প্রথম লেগে (৩-১ গোল) হারের পর কঠিন হয়ে উঠেছিলো শিরোপা লড়াই। ”

আর্জেন্টিনায় তাকে নিয়ে সমালোচনারও জবাব দিলেন তিনি। বলেন,“জাতীয় দলের মতো এখানেও নিজের সেরাটা উজাড় করেই খেলেছি। আর আমি ফুটবলটা এমনভাবে খেলি যাতে আপনি আনন্দ পান। ”

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘন্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।