ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সৈয়দপুরে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে রূপালী চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
সৈয়দপুরে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে রূপালী চ্যাম্পিয়ন সৈয়দপুরে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে রূপালী চ্যাম্পিয়ন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে। ফাইনালে রূপালী ক্রীড়া চক্র ৫-৪ সেটে সৈয়দপুর রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থাকে (ডিএসএ) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

রোববার (০৮ অক্টোবর) বিকেলে সৈয়দপুর স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন- সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা ক্রীড়া সংস্থার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ।
 
ফাইনাল খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন রানার্সআপ দলের ঋষিকেশ বিশ্বাস। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।