ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শক্তিশালী জাপানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
শক্তিশালী জাপানকে হারালো বাংলাদেশ শক্তিশালী জাপানকে হারালো বাংলাদেশ

এশিয়া কাপকে সামনে রেখে রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শক্তিশালী জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ হকি দল। ২-০ গোলে এগিয়ে থেকে প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।

১১ অক্টোবর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ হকির দশম আসর। এই আসরের আয়োজক বাংলাদেশ।

একই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে এই জাপান। আগামী ১৫ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামবে মাহবুব হারুনের দল। মূল আসরের আগে তাই দুই দেশের খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল।

বাংলাদেশের হয়ে গোল করেছেন মিলন হোসেন ও আশরাফুল ইসলাম। মিলনের প্রথম গোলটি ছিল ফিল্ড গোল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি কর্নার কাজে লাগান আশরাফুল রানা। এই জয়ে এশিয়া কাপ-পরীক্ষা শুরুর আগে দেশের মানুষকে আশাবাদী করে তুলেছে বাংলাদেশ হকি দল।  

মূল প্রতিযোগিতায় জাপান ছাড়াও বাংলাদেশকে খেলতে হবে দুই এশীয় পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৮ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।