ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

সুব্রত মুখার্জী কাপে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
সুব্রত মুখার্জী কাপে বাংলাদেশ

ঢাকা: নয়াদিল্লিতে সুব্রত মুখার্জী কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও ১৭ দল।

রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র ডেভেলপমেন্ট কমিটির বৈঠবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।



বৈঠক শেষে বাফুফের সাধারণ সম্পাদক আল মোসাব্বির সাদী বলেন,‘‘সুব্রত মুখার্জী কাপে খেলার জন্য আয়োজকরা বাফুফেকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা সেখানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ”

বয়সভিত্তিক ওই টুর্নামেন্টে বাফুফে পাঠাবে অনূর্ধ্ব-১৭ দল। আর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পাঠাবে অনূর্ধ্ব-১৪ দলটি।

নভেম্বরের ১০ তারিখ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত হবে প্রতিযোগিতা। এজন্য সেপ্টেম্বরেই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করবে বাফুফে।

ক্যাম্পের জন্য দল নির্বাচন বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক বলেন,‘‘অনুর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়দের বয়স এখন ১৬তে। ওই দল থেকেই ২৫ জনের মতো খেলোয়াড়কে ক্যাম্পে ডাকা হবে। ’’

গত বছর ওই টুর্নামেন্টে বাংলাদেশসহ ১১টি দেশ অংশ নেয়। দলগুলো হচ্ছে- স্বাগতিক ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালয়েশিয়া, ইসরায়েল, সংযুক্ত আরব আমীরাত, উজবেকিস্তান ও সুইজারল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘন্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।