ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় দলের ম্যানেজার তানজিব আহমেদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

ঢাকা: তানজিব আহমেদ সাদকে জাতীয় দলের ম্যানেজার করা হয়েছে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত। রোববার কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



সভায় আগামী এক বছরের জন্য ১২০ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৯২৫ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এছাড়া তামিম ইকবালের অস্ট্রেলিয়াতে চিকিৎসা নিতে যাওয়া। ঢাকা প্রিমিয়ার লিগে পাঁচজন বিদেশি ক্রিকেটারের নিবন্ধন এবং দুজনকে খেলানোর অনুমোদনও দেওয়া হয়েছে। অবশ্যই তারা প্রথম শ্রেণীর ক্রিকেটার হতে হবে।

বার্ষিক সাধারণ সভার তারিখ ও ঠিক করেছে নির্বাহী কমিটি। আগামী ২৪ অক্টোবার হবে বার্ষিক সভা। আইসিসি ফিল্ড আমার হিসেবে এনামুল হক মনি ও নাদির শাহকে আর শরফোদ্দৌলা ইবনে শহীদকে টিভি আম্পায়ার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে বোর্ড সভায়।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘন্টা, আগস্ট ২২, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।