ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মালয়েশিয়া ঝড়ে উড়ে গেল ওমান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
মালয়েশিয়া ঝড়ে উড়ে গেল ওমান ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফয়জাল সারি ও টেঙ্গু তাজ উদ্দিনের জোড়া গোলে এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে উড়ে গেছে ওমান। মালয়েশিয়ার হয়ে বাকি তিন গোল করেন শাহরিল সাবাহ, আমিরুল আরশাদ ও জাজলান নাজমি।

আর ওমানের হয়ে একমাত্র গোলটি করেছেন সালমিন নোফলি।

সোমবার (১৬ অক্টোবর) মাওলানা ভাষানী স্টেডিয়ামে ১৬ মিনিটে ফয়জাল সারির পেনাল্টি কর্নারের গোলে ১-০ তে এগিয়ে যায় মালয়েশিয়া।

দুই মিনিট পর টেঙ্গু তাজ উদ্দিন ওমানের বোর্ডে বল ঠেলে দিলে দলটি এগিয়ে যায় ২-০ তে। ২০ মিনিটে শাহরিল সাবা দলীয় ব্যবধান নিয়ে যান ৩-০ তে। এরপর ২৩ মিনিটে টেঙ্গু তাজ উদ্দিনের দ্বিতীয় গোলে ৪-০ এর অধরা ব্যবধানে পৌঁছায় মালয়েশিয়া।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমমালয়েশিয়ার আক্রমণে কোনঠাসা ওমান গোলের সুযোগ পায় ম্যাচের ২৪ মিনিটে। সুযোগটি অবশ্য শতভাগই কাজে লাগায় তারা। পেনাল্টি কর্ণার থেকে সালমান নেফরির ছুঁড়ে দেয়া বলটি মালয়েশিয়া বোর্ডে আছড়ে পড়লে ৪-১ এ ব্যবধান কমে।

ওই শেষ। এরপর শুধুই মালয়েশিয়ার ব্যবধান বাড়ানোর গল্প। ২৭ মিনিটে ফয়জাল সারির দ্বিতীয় গোল, ৪০ মিনিটে আমিরুল আরশাদের কানেক্ট গোল ও ৪২ মিনিটে জাজলান নাজমির পেনাল্টি কর্নারের গোলে ৭-১ এর বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মালয়েশিয়া।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।