ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

পাকিস্তানে প্রীতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
পাকিস্তানে প্রীতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড

ওয়েলিংটন: খবর বেরিয়েছিলো বন্যদুর্গতদের জন্য তহবিল যোগাতে পাকিস্তানে প্রীতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আসলে তেমন কিছু হচ্ছে না।

কিউই ক্রিকেট বোর্ড থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে পাকিস্তান সফর নয়।

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা নিউজিল্যান্ড ক্রিকেটারদেরও আছে। তাই বলে ঝুঁকি নিয়ে পাকিস্তানে যাওয়ার সাহস দেখানো যায় না। কিউই বোর্ড সভপতি জাস্টিন ভন বলেন,“নিউজিল্যান্ড পাকিস্তান সফর করবে এমন প্রস্তাব দেইনি আমরা। এবছর তেমন কোন সম্ভাবনাও নেই। ”

দুর্গত মানুষের পাশে দাঁড়ানোয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জাস্টিন। তার দৃষ্টিতে, দারুণ কাজ করছে ক্রিকেট। বলছিলেন,“ভেবে ভালো লাগছে, পাকিস্তানের মতো একটি ক্রিকেট প্রেমী দেশে চলমান সমস্যা লাঘবে ক্রিকেটও ভূমিকা রাখতে পারে। ”

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটির গণমাধ্যমে খবর প্রকাশ হয় দুর্গতদের পাশে দাঁড়াতে পাকিস্তানে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। কিন্তু সোমবার ভন স্পষ্টই জানিয়েছেন, তার বার্তা বুঝতে ভুল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

উল্টো পাকিস্তানকে পরামর্শ দিয়ে কিউই ক্রিকেট প্রধান বলেন, তহবিল সংগ্রহের জন্য নিরপেক্ষ কোন ভেন্যুতে প্রীতি ম্যাচের আয়োজন করতে হবে।

গত বছর লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ আছে। এমনকি বিশ্বকাপের ম্যাচ পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বয়স ভিত্তিক কোন ক্রিকেট দলও পাকিস্তান সফর করছে না।

নিউজিল্যান্ড ক্রিকেট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়শেনের সভাপতি হেথ মিলসও পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্যোগের প্রশংসা করেছেন। তবে বিদেশি দলের পাকিস্তান সফরের পক্ষে নন তিনি। তার মতে,“এ বিষয়টি সাহায্য করতে কোন দলই এখন পাকিস্তান সফর করবে না। উচিৎও হবে না। ”   

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দীর্ঘমেয়াদী বানে এ পর্যন্ত মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২০ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।