ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

কোহলির জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০
কোহলির জরিমানা

ডাম্বুলা: নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের খেলা চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করায় ভারতের তরুণ ব্যাটসম্যান ভিরাট কোহলির ম্যাচ ফি ১৫ শতাংশ কেটে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এ তথ্য জানায়।



আইসিসি জানিয়েছে, ষষ্ঠ ওভারে আম্পায়ার তাকে আউট দিলেও মাঠে দাাঁড়িয়ে থাকেন কোহলি। মাঠ ছাড়ার আগে অস্বাভাবিকভাবে আম্পায়ারের দিকে তাকিয়ে থাকেন পুর্নবিবেচনার জন্য।

খেলায় ব্যক্তিগত আট রানে অ্যান্ডি ম্যাকির বলে উইকেটের পেছনে ধর পড়েন কোহলি। যদিও ভারত ১০৫ রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে।

অ্যাম্পায়ার অ্যালান হার্স্ট বলেন,“অ্যাম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেওয়া ক্রিকেটর অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কোহলি আউট মেনে নিতে পারছিলেন না। ”

২১ বছর বয়সী কোহলি ৩৩টি একদিনের ম্যাচ খেলে ১০৯০ রান করেছেন। এর মধ্যে দুটি শতক ও আটটি অর্ধশতকও রয়েছে।

শনিবার ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ভারত।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘন্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad