ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ইউএস ওপেনের দ্বারপ্রান্তে সানিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
ইউএস ওপেনের দ্বারপ্রান্তে সানিয়া

নিউইয়র্ক: ইউএস ওপেনের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনের দ্বারপ্রান্তে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। শুক্রবার সরাসরি সেটে রাশিয়ার এলিনা বোভিনাকে হারিয়ে সফলভাবেই বাছাইয়ের দ্বিতীয় পর্ব পেরিয়ে যান তিনি।

এই জয়ে মূলপর্ব থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে ভারতীয় তারকা। বাছাইয়ের তৃতীয় পর্বে জিতলেই নতুন ইতিহাস গড়বেন। মাত্র একটি ম্যাচ জিতলেই এককের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবেন র‌্যাঙ্কিংয়ের ১৬০তম স্থানে থাকা সানিয়া।

ডব্লিুটিএ র‌্যাঙ্কিংয়ে ১৫০তম স্থানে থাকা বোভিনাকে ৬-৩ ও ৬-৩ গেমে পরাজিত করেন সানিয়া।   ২০০২ সালে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলা রুশ কন্যাকে হারাতে ১ ঘন্টা ১৯ মিনিট সময় নেন।

বাছাইয়ের তৃতীয় পর্বে কলম্বিয়ার কাতালিনা কাস্তাানোর মুখোমুখি হবেন সানিয়া। তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছেন এই ভারতীয় কন্যা। র‌্যাঙ্কিংয়ে কাতালিনা সানিয়ার চেয়ে বেশ খানিকটা পেছনে। তার অবস্থান ১৮৮তম।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা, আগস্ট ২৭,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।