ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ইউরোপা লিগে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
ইউরোপা লিগে লিভারপুল

বার্ন: ইউরোপা লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করেছে ইংলিশ কাব লিভারপুল। বৃহস্পতিবার ফিরতি ম্যাচে পিছিয়ে পড়েও তারা ২-১ গোলে হারিয়েছে তুর্কি  ক্লাব ট্রাবজোনস্পোরকে।

প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিলো লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৩-১ গোল গড়ে জেতে ইউরোপা লিগের যোগ্যতা অর্জন করলো রেডরা। এছাড়া অস্ট্রিয়ার র‌্যাপিড ভিয়েনা ইংলিশ কাব অ্যাস্টন ভিলাকে, ইতালির জুভেস্টাস অস্ট্রিয়ার স্টুর্ম গ্রাজকে এবং ম্যানচেস্টার সিটি হারিয়েছে টিমিসোয়ারাকে।

পাঁচবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধের ৪ মিনিটেই এগিয়ে যায় ট্রাবজোনস্পোর। গোলটি করেন কলম্বিয়ান ফরোয়ার্ড তিওফিলো গুতিয়েরেজ। গোল শোধে মরিয়া রয় হজসনের শিষ্যরা পিছিয়ে থেকেই বিরতিতে যায়।

বিরতির পরও গোল মুখ খুলতে পারছিলো না রেডরা। কিন্তু ডিফেন্ডার গিরেই কাকার আত্মঘাতী গোলে সমতায় ফেরে লিভারপুল, ৮৩ মিনিটে। চার মিনিট পর নেদারল্যান্ডসের স্ট্রাইকার ডির্ক কুইটের করেন জয়সূচক গোলটি।

‘এ’ গ্রুপে পড়েছে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, সালজবুর্গ ও লেচ পোজনান। বর্তমান ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ের লেভেরকুসেন, রোসেনবর্গ ট্রনধেইম ও সালোনিকা আছে ‘বি’ গ্রুপে।

লিভারপুল, স্তিউয়া বুখারেস্ট, নাপোলি এবং উরেচট খেলবে ‘কে’ গ্রুপে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে খেলা।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘন্টা, আগস্ট ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।