ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

৯ অক্টোবর শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১০’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০
৯ অক্টোবর শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১০’

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী ডা. আফছারুল আমীন বলেছেন, আগামী ৯ অক্টোবর সারা দেশে একযোগে প্রথমবারের মতো শুরু হবে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১০’।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।



মন্ত্রী বলেন, ১৯ অক্টোবরের মধ্যে শেষ হবে সকল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের খেলা। এরপর  ২৩ অক্টোবর শুরু হবে উপজেলা ও সিটি করপোরেশন পর্যায়ের খেলা, শেষ হবে ৩১ অক্টোবর। জেলা পর্যায়ের খেলা শুরু হবে ২ নভেম্বর এবং শেষ হবে ৭ নভেম্বর। বিভাগীয় পর্যায়ের খেলা চলবে ১০ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় পর্যায়ের খেলার তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ২৭ ডিসেম্বর। ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে চূড়ান্ত খেলা

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু আলম মো. শহিদ খান বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে খুদে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিকতার বিকাশ ঘটাতে সরকার এ উদ্যোগ নিয়েছে। এতে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে গড়ে উঠবে সহিষ্ণুতা ও পারস্পারিক শ্রদ্ধাবোধ। ’
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জাতীয় ফুটবলার কাজী সালাউদ্দিন বলেন, ‘সরকারের এ উদ্যোগ ুদে শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলাবোধ নিয়ে আসবে। ’

সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান তিনি।

উল্লেখ্য, গত ২৬ জুলাই ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এর খসড়া নীতিমালা অনুমোদন করে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি।

১২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা খসড়া অনুমোদন করেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।