ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

হিমালয় গ্র্যান্ড মাস্টারস দাবায় সাগর অষ্টম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

ঢাকা: নেপালের কাঠমন্ডুতে হিমালয় গ্র্যান্ড মাস্টারস দাবা চ্যাম্পিয়নশিপে অষ্টম হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর। নয় খেলায় তার সংগ্রহ ছয় পয়েন্ট।



অন্যদিকে সমান খেলায় সাত পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছেন ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার টিমোসিনকো জর্জি।

প্রতিযোগিতায় বাংলাদেশের অন্য চার ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল, দেবরাজ চ্যাটার্জী, মেহেদী হাসান পরাগ পাঁচ পয়েন্ট করে তুলতে পেরেছেন। তবে আধা পয়েন্ট কম নিয়ে ২২তম হয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ।

মঙ্গলবার কাঠমন্ডুর হোটেল মাউন্টেনে নবম ও শেষ রাউন্ডের খেলায় সাগর ভারতের আন্তর্জাতিক মাস্টার সপ্তর্ষি রায় চৌধুরীকে পরাজিত করেন। পরাগ নেপালের লামা ধারম বাহাদুরকে এবং দেবরাজ হারান একই দেশের দুয়াল গানেস মানকে।

শাকিল ভারতের ফিদে মাস্টার আকসাত কামপারিয়ার কাছে এবং জাবেদ রুমানিয়ার লুকা আইওনেলের কাছে হেরে যান।

প্রতিযোগিতায় নয় দেশের পাঁচজন গ্র্যান্ড মাস্টার, ছয়জন আন্তর্জাতিক মাস্টার এবং সাতজন ফিদে মাস্টারসহ মোট ৪৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা, ১৪, সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।