ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ হলো মার্সেল বিপিজিএ ওপেন গলফ টুর্নামেন্ট

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
শেষ হলো মার্সেল বিপিজিএ ওপেন গলফ টুর্নামেন্ট শেষ হলো মার্সেল বিপিজিএ ওপেন গলফ টুর্নামেন্ট

সাভার(ঢাকা): সাভারে চার দিনব্যাপী প্রথম মার্সেল বিপিজিএ ওপেন গলফ টুর্নামেন্ট-২০১৯ শেষ হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে সাভার গলফ ক্লাবে আনুষ্ঠানিকভাবে বিজয়ী গলফারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শেষ হয়। টুর্নামেন্টটি ২৪ মার্চ থেকে শুরু হয়ে চলে ২৭ মার্চ পর্যন্ত।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ১৯ আন্ডার খেলে মোঃ বাদল হোসেন (সাভার গলফ ক্লাব), দ্বিতীয় স্থান অর্জন করেন ১৪ আন্ডার খেলে মোঃ নাজিম (কুর্মিটোলা গলফ ক্লাব) এবং তৃতীয় হয়েছেন ১৩ আন্ডার খেলে দুলাল হোসেন (কুর্মিটোলা গলফ ক্লাব)। এছাড়া অ্যামেচার হিসেবে বিজয়ী হয়েছেন (পুরুষ) মোঃ আব্দুল কাদির (ভাটিযারি গলফ এন্ড ক্যান্টি ক্লাব) ও বাংলাদেশ সেনাবাহিনীর লেডি অ্যামেচার হিসেবে বিজয়ী হয়েছেন সৈনিক গলফার সোনিয়া আক্তার।

সমাপনী অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোঃ শিব্বির আহমেদ, কমান্ডার ৮১ পদাতিক ব্রিগেড, সাভার সেনানিবাস ও বিশেষ অতিথি ওয়ালটন গ্রুপের জনাব এস এম নূরুল আলম রিসভী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফার অ্যাসোসিয়েশন এর সভাপতি ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, বাংলাদেশ গলফার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এনডিসি (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আহসানুল হক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (অব.) গোলাম মোরশেদ পিএসসি ও সিও সাভার গলফ ক্লাব, ওয়ালটন গ্রুপের বিভাগীয় প্রধান (খেলাধুলা) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) সহ কর্মকর্তাবৃন্দ।

চার রাউন্ডের খেলায় ৭৩ জন পেশাদার ১০ জন অ্যামেচার এবং সেনাবাহিনীর ৫ জন লেডি গলফারসহ ৮৮ জন অংশ নেন। বাংলাদেশের প্রত্যেক গলফ ক্লাবের পেশাদার গলফারগণ খেলায় অংশ নিয়েছিলেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পান ১ লাখ ৪৫ হাজার টাকা।  টুর্নামেন্টের মোট বাজেট ১৫ লাখ টাকা, যার মধ্যে ১৩ লাখ টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।