ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাগবি’র চ্যাম্পিয়ন সেনাবাহিনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, মে ৪, ২০১৯
রাগবি’র চ্যাম্পিয়ন সেনাবাহিনী ছবি: সংগৃহীত

বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর ব্যবস্থাপনায় মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত স্বাধীনতা দিবস রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইনালে শক্তিশালী সেনাবাহিনী ১২-৩ পয়েন্টে ঢাকা রাগবি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। অপর দল দুটি হলো গুলশান রাগবি ক্লাব ও লক্ষীবাজার রাগবি ক্লাব।

উল্লেখ, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হওয়ার ফলে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে ওঠে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাঁতারু লায়লা নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি ফাইনাল ম্যাচটি রেফারি হিসেবে পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক রাগবি খেলোয়াড় এন্ড্রু।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য খান মজলিস ও টুর্নামেন্ট সেক্রেটারি দীন ইসলামসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়:  ১৯৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।