ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

খেলা

মিক্সড ডাবলসের শেষ চারে সানিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
মিক্সড ডাবলসের শেষ চারে সানিয়া

উইম্বলডনে মেয়েদের ডাবলসে না পারলেও মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা। ক্রোয়েশিয়ার মেট পেভিককে সঙ্গে নিয়ে শেষ চারে লড়বেন ক্যারিয়ারের শেষ উইম্বলডন খেলতে নামা ভারতীয় টেনিস সেনশেসন।

চতুর্থ বাছাই জুটিকে সানিয়া-পেভিক হারিয়েছেন ৬-৪, ৩-৬, ৭-৫ গেমে।  

এই প্রথম উইম্বলডনের মিক্সড ডাবলসের শেষ চারে উঠলেন সানিয়া।  

প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়া-পেভিক। কোয়ার্টার ফাইনালে তাঁরা খেলেন জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কির বিপক্ষে। চতুর্থ বাছাই সেই জুটির বিরুদ্ধে এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে ম্যাচ জিতে নেয় সানিয়া-পেভিক জুটি।

সেমিফাইনালে সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা ওস্তাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নীল স্কুপস্কি-দেসিরাই ক্রজিকের মধ্যে জয়ী জুটির বিপক্ষে খেলবেন সানিয়ারা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।