ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

বিয়ে নিয়ে যা যা বললেন পপি

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
বিয়ে নিয়ে যা যা বললেন পপি পপি/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘পপি গোপনে বিয়ে করেছেন’, ‘পপির হাতে কোনো ছবি নেই’, ‘চলচ্চিত্রকে ধীরে ধীরে বিদায় জানাচ্ছেন পপি’- এ ধরনের খবর বাতাসে কান পাতলেই ভেসে আসে এখন। হাতে ছবি থাকুক আর না থাকুক আলোচনায় কিন্তু ঠিকই আছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

রূপালি পর্দায় এসেছেন তা-ও ১৭ বছর হয়ে গেলো। অভিনয় করেছেন দেড় শতাধিক ছবিতে। তার ঝুলিতে আছে তিন-তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

পপিকে নিয়ে মিডিয়ায় প্রচলিত আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। ক্যারিয়ারের শুরু থেকে নানা সমালোচনা হজম করতে হয়েছে তাকে। তার বর্তমান সময়টাও ভালো যাচ্ছে না। পপির বিয়ে এবং তার হাতে নতুন কোনো ছবি না থাকায় নিন্দুকদের সুবিধাই হয়েছে। অনেকদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত থাকায় তাকে নিয়ে চলছে তর্ক-বিতর্ক। দুই বছর আগে সর্বশেষ ‘গার্মেন্টস কন্যা’র মাধ্যমে বড়পর্দায় এসেছিলেন তিনি।

মাঝে আর কোনো ছবি নেই। তবে আবার রূপালি পর্দায় আসছেন পপি। সামনে আসছে তার নতুন দুটি ছবি। এর মধ্যে জাকির খান পরিচালিত ‘চার অক্ষরের ভালোবাসা’ মুক্তি পাবে ২৮ নভেম্বর। এতে তাকে দেখা যাবে ফেরদৌস ও নিরবের সঙ্গে। আর প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই বেয়াইয়ের কীর্তি’ মুক্তি পাবে ২৬ ডিসেম্বর।

গত কয়েক মাসে নতুন কোনো ছবি হাতে পাননি পপি। এ প্রসঙ্গে বাংলানিউজকে তিনি বলেন, ‘আগে ছবির মান ও বাজেট ভালো ছিল। এখন ডিজিটাল হাওয়ায় বাজেটের পরিমাণ কমে গেছে। কিন্তু আমি নামমাত্র ছবিতে কাজ করতে চাই না। আমার প্রশ্ন হলো, সবকিছুর বাজেট বাড়লেও চলচ্চিত্র শিল্পের বাজেট কেনো কমবে? আর বাজেট কমলে কাজের মান পড়ে যায়, পাশাপাশি ভালো কিছু করাও কঠিন হয়ে পড়ে। ’

তবে চলচ্চিত্রের প্রতি পপির ভালোবাসা কমে গেছে তা কিন্তু নয়। তিনি বলেন, ‘আমার মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘গার্মেন্টস কন্যা’ ভালো ব্যবসা করেছে। আর ‘চার অক্ষরের ভালোবাসা’ নিয়েও আমি আশাবাদী। গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবিটি দর্শকদের পছন্দ হবে আশা করি। ’

পপি অভিনীত আরও বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো ‘জীবন যন্ত্রণা’, ‘শর্টকাটে বড়লোক’, ‘মন খুঁজে বন্ধন’ এবং ‘পৌষ মাসের পিরিতি’। ছোটপর্দায়ও বিশেষ বিশেষ দিবসে কাজ করছেন তিনি। গেলো কোরবানি ঈদে হিমেল আশরাফের ‘তবুও তুমি আমার’ (রিয়াজ) এবং বিইউ শুভর ‘নীলকষ্ট’ (অপূর্ব) নাটক দুটিতে দেখা গেছে তাকে। তিনি বলেন, ‘বিশেষ দিবস ছাড়া নাটকে কাজ করি না। কারণ আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রেই কাজ করে যেতে চাই। ’

এবার পপির বিয়ে প্রসঙ্গে জানা যাক। কয়েকদিন আগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে গোপনে বিয়ে করেছেন পপি। তার বর গাজী মিজানুর রহমান পেশায় চিকিৎসক। সম্পর্কে পপির কাজিন। এ বিষয়টি কতটা সত্যি? তার জবাব, ‘আমি নায়িকা বলে কি আমার মান-সম্মান থাকবে না? যে যা খুশি লিখে দেবে? আমার মা-বাবার চেয়ে মনে হয় কিছু সাংবাদিক আমার বিয়ে নিয়ে বেশি চিন্তিত! তারাই যখন ইচ্ছা আমার বিয়ে দিয়ে দিচ্ছে। সংবাদ ছাপছে। লক্ষ্য করলে দেখবেন কাউকে জড়িয়ে আমার কোনো স্ক্যান্ডাল নেই। ’

তাহলে কি বিয়ে নিয়ে কোনো চিন্তাই পপি এখন করছেন না? ‘আমি ক্যারিয়ার নিয়ে অনেক সচেতন। আর বিয়ে নিয়ে চিন্তা করার সময় নেই। কারণ ঘুম থেকে উঠেই আমাকে অনেক কিছু নিয়ে ভাবতে হয়। ভাইবোনদের মধ্যে আমি সবার বড়। আমার পরিবারে আমি ছাড়া অর্থ উপার্জনের আর কেউ নেই। আমি যদি বিয়ে করি তাহলে আমার মা ও ছোট পাঁচ ভাইবোন চলবে কীভাবে? আমার পরিবারকে দেখবে কে? আমরা যারা জনপ্রিয় সেসব শিল্পীদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগ থাকা দরকার। কারণ এখন টিভি চ্যানেলে ও আমাদের দেশে বিদেশী শিল্পীদের প্রচারণা বেশি হচ্ছে। যাদের হয়তো গ্রামের মানুষরা চেনেও না।

পপি মনে করেন, মানসম্পন্ন ছবির জন্য ভালো শিল্পী-কলাকুশলী-প্রযোজক-পরিবেশক দরকার। তার ভাষ্য, ‘মানসম্পন্ন না হলে প্রয়োজনে আর ছবিতে অভিনয় করব না। কারণ পপিকে যে ভালোবাসা ও সম্মান এ দেশের মানুষরা দিয়েছে, সেটা কোনো বাজে কাজ দিয়ে নষ্ট করতে চাই না। আর আমার ভাইবোন স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বিয়ে করব না। এতে কে কি বললো তা নিয়ে আমি চিন্তিত নই। ’

বাংলাদেশ সময় : ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ