ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

দুবাই থেকে ফিরলেন আরও ১৫৩ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
দুবাই থেকে ফিরলেন আরও ১৫৩ বাংলাদেশি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ

ঢাকা: করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকে পড়া আরও ১৫৩ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরেছেন।

বুধবার (৮ জুলাই) ভোর পৌনে ৫টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বাংলাদেশ বিমানবাহিনী কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ এ ফ্লাইট পরিচালিত হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুবাই থেকে ফেরা এ যাত্রীদের প্রত্যেকেই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। এ কারণে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

করোনা পরিস্থিতিতে এর আগে চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ফ্রান্সে বিশেষ ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সবশেষ গতকাল মঙ্গলবার (৭ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ১৬২ বাংলাদেশি।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
টিএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।