ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

ঢাকায় ফ্লাইট চালুর অনুমতি পেলো মালয়েশিয়ান এয়ারলাইন্স 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
ঢাকায় ফ্লাইট চালুর অনুমতি পেলো মালয়েশিয়ান এয়ারলাইন্স 

ঢাকা: করোনায় বেশকিছু দিন ফ্লাইট বন্ধ থাকার পর ১৭ জুলাই থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে মালয়েশিয়ার পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা মালয়েশিয়ান এয়ারলাইন্স।

বুধবার (৮ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ অনুমতি দেয়।

 

১৬ জুন থেকে বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা ওঠার পর ইতোমধ্যে ৬টি বিদেশি এয়ারলাইন্স ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। ৭ম এয়ারলাইন্স হিসেবে বুধবার (৮ জুলাই) অনুমতি পেলো মালয়েশিয়ান এয়ারলাইন্স।  

১৭ জুলাই থেকে কুয়ালালামপুর হয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সে বাংলাদেশি যাত্রীরা বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন।  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।