তারা মেঘালয় সফর শেষে রোববার (১৮ জুন) আগরতলা পৌঁছান। এরপর সোজা চলে যান সিপাহীজলা জেলার মেলাঘরের রুদ্রসাগর লেকের নীরমহলে।
সোমবার (১৯ জুন) রাজ্য ত্যাগের আগে মহাকরণে গিয়ে ডেপুটি স্পিকার পবিত্র করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, স্মারক তুলে দেন ও বিধানসভা ভবন ঘুরে দেখেন তারা।
পবিত্র করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বিহারের বিধায়করা উপস্থিত সাংবাদিকদের জানান, ত্রিপুরা রাজ্য খুব সুন্দর। চারিদিকে সবুজের সমাহার। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে তাকে কেন্দ্র করে রাজ্যে পর্যটনে অপার সম্ভাবনা রয়েছে।
বিধায়করা ত্রিপুরা তথা আগরতলার স্বচ্ছতার প্রশংসা করেন। এক বিধায়ক বলেন, মোদীর স্বচ্ছ ভারত আমরা ত্রিপুরায় এসে দেখতে পেলাম!
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসসিএন/এমজেএফ