ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতির সুবল ভৌমিকের দাবির ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা প্রতিক্রিয়া জানালেন সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।
সোমবার (২৬ জুন) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিজন ধর তার প্রতিক্রিয়া বলেন, রাজ্যে উপদ্রত আইন চালু করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে ভারতের কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা প্রদেশ বিজেপি।
ত্রিপুরা রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দফতরের মন্ত্রী বিজিতা নাথকে সিবিআই জিজ্ঞাসাবাদের প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের কোনো এক মামলার প্রেক্ষিতে কথা বলতে চায় এতে করে রাজ্যের একাংশ মানুষ ও সংবাদ মাধ্যম উৎফুল্ল হওয়ার কিছু নেই।
তিনি আরও বলেন, ত্রিপুরা সরকারও চায় চিটফান্ডের মাধ্যমে প্রতারিত মানুষের জমানো অর্থ ফিরে আসুক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য গৌতম দাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এসসিএন/জিপি