শ্রীমঙ্গল থেকে: প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। সবুজের নিসর্গে ভরা ৩৯টি চা বাগান ছাড়াও এখানে রয়েছে অসংখ্য হাইল—হাওর, বিল আর ছড়া।
এখানকার অন্যতম আকর্ষণ চা বাগান ছাড়াও রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, খাসিয়াপুঞ্জি ও খাসিয়াদের পানের বরজ, মণিপুরীপাড়া, মণিপুরী তাঁতশিল্প, ডিনস্টন সিমেট্রি, চা জাদুঘর, বিটিআরআই, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, অসংখ্য রাবার বাগান, লেবু ও আনারস বাগানসহ অর্ধশত দর্শনীয় পর্যটন স্পট।
তবে এতোসব কিছুর মধ্যেও রয়েছে শহরের ভানুগাছ সড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর হেড কোয়ার্টার সংলগ্ন ভুরভুরিয়া ছড়ার পাশে অবস্থিত বধ্যভূমি’৭১ পার্কটি। এটি এখন শ্রীমঙ্গল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র।
২০১০ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত ‘স্মৃতিস্তম্ভ’কে ঘিরে তৈরি এ পার্কটি দেশি-বিদেশি পর্যটকসহ শহরের বিনোদন পিপাসুদের পদভারে মুখরিত।
প্রতিদিনই দর্শনার্থীরা এখানে আসলেও ছুটির দিনসহ বছরের বিশেষ দিনগুলোতে পর্যটকের ঢল নামে।
যাদের সহযোগিতায় বধ্যভূমি’৭১ স্মৃতিস্তম্ভসহ পার্কটি তৈরি হয়েছে বিভিন্ন স্থানে তাদের নামফলক দেখা গেলেও যারা শহীদ হয়েছিলেন তাদের আলাদা কোনো নামফলক বধ্যভূমির স্মৃতিস্তম্ভে স্থান পায়নি।
ছড়াটির কোণা ঘেঁষে নির্মিত দেয়ালে আলাদা আলাদাভাবে ১১ জন শহীদের নাম নাম লেখা থাকলেও তাদের পরিচয় তুলে ধরা হয়নি।
শুক্রবার (১৫ জুলাই) পার্কটি পরিদর্শনে গিয়ে দেখা যায়, স্থানটি মহান মুক্তিযুদ্ধের শহীদদের বধ্যভূমি হলেও এর পবিত্রতা রক্ষায় কোনো ব্যবস্থা নেই। মূল বেদীসহ পার্শবর্তী একটি ভাস্কর্যে দর্শনার্থীরা জুতাসহ উঠে ছবি তুলছেন। কিন্তু দেখার কেউ নেই।
ঢাকা থেকে শ্রীমঙ্গল বেড়াতে এসে বধ্যভূমি’৭১ দেখতে আসা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ছাত্র সোহাগ ও নাফিস বাংলানিউজকে বলেন, পরিচয়সহ সব শহীদদের নামফলক বধ্যভূমিতে স্থান পাওয়া উচিত। একইসঙ্গে বধ্যভূমির পবিত্রতা রক্ষা করাও পার্ক কর্তৃপক্ষের দায়িত্ব।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এমআই/এসআর
** সিলেটের ট্রেনে হকার, হিজড়া, ভিক্ষুকের উৎপাত
** লক্কর-ঝক্কর মার্কা ট্রেন সিলেট-শ্রীমঙ্গল পর্যটনের অন্তরায়