ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির সম্মানে বুয়েন্স আইরেসে মূর্তি উন্মোচন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
মেসির সম্মানে বুয়েন্স আইরেসে মূর্তি উন্মোচন ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির অবসরের সিদ্ধান্তে আর্জেন্টিনায় অনেকটা জাতীয় শোক বিরাজ করছে! অগণিত ভক্ত-সমর্থকদের একটাই প্রত্যাশা, তাদের প্রিয় তারকা যেন ফিরে আসেন। মেসিকে ফেরানোর লক্ষ্যে বুয়েন্স আইরেসে বিশাল র‌্যালির প্রস্তুতি নিচ্ছে লাখো সমর্থক।

এরই মধ্যে মেসির সম্মানে রাজধানীতে তার মূর্তি উন্মোচন করা হয়েছে।

টানা তিনটি ফাইনাল হারের হতাশা থেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন মেসি। চিলির বিপক্ষে শতবর্ষী কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে স্বপ্নভঙ্গের পর এমন সিদ্ধান্ত জানান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। যা গোটা ফুটবল বিশ্বেই ব্যাপক আলোড়ন তোলে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাকরি ও দিয়েগো ম্যারাডোনা ইতোমধ্যেই মেসিকে ফেরানোর মিশনে নেমেছেন। আর্জেন্টাইন অধিনায়ক নিশ্চয়ই দেশবাসীর আকুতি ফিরিয়ে দেবেন না!

বুয়েন্স আইরেসের মেয়র হোরাসিও লারেত্তা রদ্রিগেজ মেসির তামাটে রঢ়ের মূর্তি উন্মোচন করেন। যেটাতে দেখা যায়, চিরচেনা ভঙিতে বল পায়ে ছুটছেন ২৯ বছর বয়সী এ ফরোয়ার্ড।

একই স্থানে বাস্কেটবল খেলোয়াড় ইমানুয়েল জিনোবিলি, হকি কিংবদন্তি লুসিয়ানা আইমার, প্রয়াত ফর্মুলা ওয়ান (রেসিং) তারকা হুয়ান ম্যানুয়েল ফাঙ্গিয়ো ও সাবেক রাগবি খেলোয়াড় হুগো পোর্তোর মূর্তির পাশে মেসির প্রতিরূপ শোভা পাচ্ছে।

এদিকে, পুরো বুয়েন্স আইরেস জুড়ে মেসির জন্য ‘ডোন্ট লিভ’ প্রচারণা চলছে। রাস্তায় রাস্তায় ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যালগুলোতেও জ্বলছে ‘হ্যাশট্যাগ #নোতেভায়াসলিও’। যার অর্থ দাঁড়ায়, ‘ডোন্ট গো, লিও’। সবার একটাই চাওয়া, রোসারিওর ছেলে মেসি যেন আর্জেন্টিনার জার্সি পরা অব্যাহত রাখেন।

মেসির মূর্তি উন্মোচনের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ