মঙ্গলবার (০৭ নভেম্বর) রাতে আগুন লাগে ব্রিজ সংলগ্ন আর্মেনিয়ান ফেরিঘাটের কাছের এক গুদামে। যা বিশালভাবে ছড়িয়ে পড়ে।
দমকলকর্মীরা বলছেন, আগুন যাতে ছড়িয়ে যেতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। চারদিকে পাম্প বসিয়ে কাজ করা হচ্ছে। তবে ভেতরে এখনও ঢোকা যায়নি। এরই মধ্যে পরপর ১০টি বিস্ফোরণ হয়েছে। মনে করা হচ্ছে ডিজেলের ট্যাঙ্ক বা ড্রাম থেকে এই বিস্ফোরণ।
গঙ্গায় চলাচলকারী লঞ্চ ও সরকারি জলযানগুলোর জন্য প্রয়োজনীয় ডিজেল মজুত করে রাখা হতো ওই গুদামে। বিপুল পরিমাণ ডিজেল মজুত ছিল। ডিজেলে ঠাসা গুদামে আগুন খুব অল্প সময়ের মধ্যেই মারাত্মক আকার নেয়। প্রাথমিক অবস্থাতেই দমকলের আটটি ইউনিট পাঠানো হয়। পরে বাড়ানো হয় সংখ্যা। ঘটনাস্থলে আরও কাজ করছে বিপর্যয় মোকাবেলা দল। সঙ্গে কাজে নেমেছে গঙ্গাবক্ষে মেট্রোর কাজের মজুররা।
এছাড়াও পরিদর্শন করেছেন দমকল মন্ত্রী ও বড় কর্মকর্তারা, নগরপাল রাজীব কুমার, কলকাতার মেয়র প্রমুখ।
হাওড়া ব্রিজের কাছে ভয়াবহ আগুন
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
ভিএস/আইএ