ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

দূষণ থেকে সরে শুদ্ধ মানুষ হয়ে গড়ে উঠতে হবে

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
দূষণ থেকে সরে শুদ্ধ মানুষ হয়ে গড়ে উঠতে হবে

ঢাকা: অটিজম কোনো অভিশাপ নয়। আমাদের একটু সচেতনতাই পারে অটিজম শিশুদের সুন্দর করে গড়ে তুলতে। ঠিক তেমনি আমাদের তরুণ সমাজকে যেকোনো ধরনের দূষণ থেকে দূরে থাকতে হবে। আর্থিক দূষণ, মানসিক দূষণ, নৈতিক দূষণগুলো থেকে দূরে সরে আমাদের একজন শুদ্ধ মানুষ হয়ে গড়ে উঠতে হবে।

শনিবার (২ নভেম্বর) ‘অটিজম সচেতনতায় চলচ্চিত্রের ভূমিকা’ শীর্ষক এক মুক্ত আলোচনায় এমনটাই বলেন বিশিষ্ট নাট্যজন আতাউর রহমান।  

সন্ধ্যায় রাজধানীর কাটাবনের দীপনপুরে এই মুক্ত আলোচনার আয়োজন করে ওয়ার্ল্ড অটিজম অ্যান্ড ইকোলজি ফিল্ম ফোরাম বাংলাদেশ।

আতাউর রহমান বলেন, আমরা পরাজয় বরণ করার জাতি নয়, তাই কখনো পরাজয় বরণ করবোও না। আমাদের আরও শিখতে হবে। মাটি, পানি, প্রকৃতিসসহ সবকিছু থেকে আমাদের শেখার আছে। অটিজম নিয়ে আমরা যদি সবাই এগিয়ে আসি, সচেতন হই, তবে অবশ্যই আমরা তা জয় করতে পারবো।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বরচিত কবিতা পাঠ করেন কবি নীপা চৌধুরী, বিনয় কে মণ্ডল, মাসুরা লাকী, ইউসুফ রেজা, গিয়াস উদ্দিন চাষা, ফারজানা ইসলাম, মো. বোরহান উদ্দিন, সৈয়দ একতেদার চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এইচএমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।