ঢাকা: কবি ও কথাশিল্পী আল মাহমুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার গুণীজনকে পদক দিয়েছে লালকুঠি সাহিত্য পরিষদ। কবি আল মাহমুদ চর্চায় বিশেষ অবদানের জন্য তাদের এ পদক দেওয়া হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মিরপুর মাজার রোডের লালকুঠি দরবার শরীফ পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়।
পদকপ্রাপ্তরা হলেন- কবি মহিবুর রহিম, গবেষক ও কবি সাজ্জাদ বিপ্লব, গবেষক ও কবি আবিদ আজম এবং গবেষক ও কবি শাকিল মাহমুদ।
এছাড়া এদিন ‘কবি ও কথাশিল্পী আল মাহমুদ: ভাটিবাংলার জনজীবনের সফল চিত্রকর’ শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
লালকুঠি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি এবং নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা যারা একেবারে গ্রাম বাংলার মাটি থেকে উঠে এসেছি, গ্রাম বাংলার প্রতিদিনের যে দৃশ্য কবি আল মাহমুদের মতো করে আর কে অঙ্কন করতে পেরেছে। তিনি যেভাবে আমাদের তুলে এনেছেন নগর জীবনে। সেই জন্য আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই।
কবি ও গবেষকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কবি রহমতুল্লাহ খন্দকার, শিল্পী লিটন হাফিজ চৌধুরী, কবি রাজীন সারাফী, তাক ইসলাম, মুহাম্মদ ওয়াদুল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরকেআর/আরবি