রোববার (২ ফেব্রুয়ারি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘আষাঢ়’ হচ্ছে এই জীবন্ত কিংবদন্তির দৃশ্য গল্প।
অর্থিক সঙ্গতি ছিল না, তবুও শিক্ষা লাভের স্বপ্নকে চাপা দেননি। এজন্য স্কুল ছুটির পর হকার হয়ে বসতেন সেই স্কুলের গেটে, যে স্কুলে তিনি পড়তেন। অক্লান্ত পরিশ্রম তার রক্তে। দেশের জন্য, সমাজের জন্য মানুষের জন্য ও পরিবারের জন্য তিনি নিরলস কাজ করে গেছেন। তার কর্মের গন্ডি বিদেশের পরিসরে বিস্তৃত হয়েছে।
সরকারের বিচারিক বিভাগ থেকে অবসর নিয়ে তিনি আবার কাজে নেমে পড়েছেন। এখন পেশা অধ্যাপনা। পড়ান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এরই ফাঁকে লিখে চলেছেন আইনের পুস্তক। এখন পর্যন্ত তার বই এর সংখ্যা ৩৫টি। শুধু সংখ্যা বাড়ানোর জন্য লেখা নয়। আইনের ভাষা যেন সবার জন্য বোধগম্য হয় তাই তার এই প্রয়াস।
প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। তথ্যচিত্রটি দেখার অামন্ত্রণ জানিয়েছেন ব্যাংকার ও কলামিস্ট ড. লিপন মুস্তাফিজ।
বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
টিএম/এমএইচএম