বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ করেছেন রাতুল রাহা।
প্রথম বই প্রকাশের অনুভূতি জানতে চাইলে সাদী কাউকাব বলেন, প্রথম বই প্রকাশে আমি সহজ আছি। আমি অনিয়মিত লেখক। এটা ভালো হলো যে, যারা আমার লেখালেখির ব্যাপারে আগ্রহী, আমাকে পড়তে চান, তাঁদের জন্য এক মলাটে আমার লেখাগুলো সন্নিবেশিত হলো। রন্ধ্রে রন্ধ্রে করি সঞ্চালন বইটি আমার কবিতার সার্বিক পাঠে সহায়ক হবে বলে মনে করি।
বইটিতে কী ধরনের কবিতা স্থান পেয়েছে সে প্রসঙ্গে সাদী বলেন, ভেতরে কী আছে তার ব্যাখ্যায় যদি লেখককে যেতে হয় তবে তার ভাষ্যের জোরে খামতি আছে বলে মনে করি। আমি মনে করি না আমার লেখালেখির ব্যাখ্যার প্রয়োজন আছে। তবে এটুকু বলবো, আমি সমাজ বিনির্মাণের লোক নই। সোজা কথায় বিপ্লবী নই। একটা পূর্ব নির্ধারিত বাস্তবতায় আমি বেড়ে উঠেছি। প্রতিনিয়ত ব্যক্তিগতভাবে আমাকে তার মোকাবেলা করতে হয়। এই মোকাবেলা লৈঙ্গিক, রাষ্ট্রীয় ও ধর্মীয়। এছাড়া চিরন্তন প্রেমের সঙ্গে দ্বিরাচারপূর্ণ সমাজের দ্বন্দ্ব তো আছেই।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এইচজে