ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় তামিম ইয়ামীনের প্রথম কবিতার বই ‘প্রায় প্রেম’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
মেলায় তামিম ইয়ামীনের প্রথম কবিতার বই ‘প্রায় প্রেম’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলা-২০২০-এ প্রকাশ পেয়েছে তামিম ইয়ামীনের প্রথম কবিতার বই- প্রায় প্রেম। 

বইটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা- ঐতিহ্য। প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল।

মূল্য- ১৪০ টাকা। মেলায় ঐতিহ্যের ১৪ নম্বর প্যাভিলিয়নে মিলছে এ বই।  

প্রায় প্রেম বইটির মূল উপজীব্য জানতে চাইলে তামিম ইয়ামীন বলেন, প্রেম মূলত একটি অপেক্ষা, একটি হাহাকার, পূর্ণতার আকাঙ্ক্ষা। এমনকি আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়ে গেলেও মনে হয়, কী জানি কী পাওয়া হয়নি এখনও। যাকে পেয়েছি তাকে যেন আরো পেতে চাই। প্রেম আসলে কখনোই পূর্ণ হয় না। ফলে প্রেম মানেই- প্রায় প্রেম।  

বই প্রকাশের অনুভূতি জানতে চাইলে এ লেখক বলেন, প্রথম বই প্রকাশের অনুভূতি আসলে অবিশ্বাস্য! প্রায় প্রেমের মতই চমকপ্রদ।  

তামিম ইয়ামীনের জন্ম ১৯৮৩ সালে। বর্তমানে তিনি জামালপুরের মেলান্দহে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।